অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
গল্প : পড়ে পাওয়া- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ২০ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। বিধু কেন ঘুড়ির মাপে কাগজ কেটে আনতে বলল?
ক) ঘুড়ি বানানোর জন্য
খ) টিনের বাক্সটি ঢাকার জন্য
গ) প্রকৃত মালিককে খোঁজার জন্য
ঘ) কবিতা লেখার জন্য
২৩। ‘পড়ে পাওয়া’ কিশোর গল্পটিতে পরিচয় পাওয়া যায়-
ক) কিশোরদের মতভেদের
খ) কিশোরদের ঐক্যচেতনার
গ) কিশোরদের প্রকৃতিপ্রেমের
ঘ) কিশোরদের লোভী মানসিকতার
২৪।‘পড়ে পাওয়া’ গল্পটিতে কোনটি ফুটে উঠেছে?
ক) দরিদ্র মানুষের প্রতি ভালোবাসার চিত্র
খ) বিত্তশালীদের নির্মমতার চিত্র
গ) কিশোরদের দায়িত্ববোধ ও জড়তার চিত্র
ঘ) বয়োজ্যেষ্ঠদের দায়িত্বহীনতার চিত্র
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘শিমুলেরা বনভোজনে ময়নামতি গেল। সেখানে পৌঁছে মনে হলো কিছু জিনিস কেনা দরকার। তখন বিথি বলল, ‘নিমাই আমাদের চেয়ে কাজে অভিজ্ঞ। তাই তাকেই বাজারে পাঠানো হোক।’
২৫। উদ্দীপকের নিমাই চরিত্রে মিল আছে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের?
ক) বিধু খ) সিধু গ) নিধু ঘ) লেখক
২৬। উদ্দীপকের নিমাইকে উক্ত কাজে যোগ্য ভাবার কারণ-
i) সততা ii) কর্তব্যপরায়ণ
iii) বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। সবাই জানে কোন গাছে ভূত আছে-
ক) আম গাছে খ) তেঁতুল গাছে
গ) কাঁঠাল গাছে ঘ) জাম গাছে
২৮। ‘আড়ি’ বলতে যা বোঝায়-
i) ধান,গম ইত্যাদির পরিমাপ বিশেষ
ii) কৃষকদের জমিতে ব্যবহৃত লাঙল
iii) ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র
নিচের কোনটি সঠিক?
ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর
উত্তর : ২২. গ, ২৩.খ, ২৪. ক, ২৫. ক, ২৬. গ, ২৭. খ, ২৮. গ।